বরিশালের হিমাগারে মিলল আড়াই লাখ ডিম

বরিশাল ব্যুরো
০৩ জুলাই ২০২৪, ১৮:৫৯
শেয়ার :
বরিশালের হিমাগারে মিলল আড়াই লাখ ডিম

বরিশাল নগরীতে একটি হিমাগারে আড়াই লাখ ডিম মজুত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় ৬ পাইকারি বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা ও হিমাগারের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা দেওয়া ডিমের পাইকারি বিক্রেতারা হলেন- ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মো. মুনসুর ও মো. হাবিব।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় সেখানে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুত পাওয়া যায়। পরে কোল্ডস্টোরেজে ডিম মজুতকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা এলে তাদেরকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইন্দ্রানী দাস বলেন, ‘কোল্ডস্টোরেজটিতে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের অন্তত ৩০ জন ব্যবসায়ী ডিম রেখেছেন। তাদের হাঁসের ডিম সাতদিন ও মুরগির ডিম তিনদিনের মধ্যে বিক্রির নির্দ্দেশ দেওয়া হয়েছে।’