কৃষক লীগের সাবেক নেতার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৬:৪৩
শেয়ার :
কৃষক লীগের সাবেক নেতার যাবজ্জীবন

রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি মো. হাবিবুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

আজ বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দিতে দণ্ড পাওয়া মো. হাবিবুর রহমানের বসত ঘরের খাটের নিচে একটি মাটির জার থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত সরকারি কৌঁসলি (পি.পি) মো. আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।