ইমামকে গলা কেটে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৫:৫৫
শেয়ার :
ইমামকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর মোহাম্মদ (৩০) নামের এক ইমামকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ ৪ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মৃত অলি আহাম্মদের ছেলে। ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের ডি ব্লকের এফ ব্লকের নতুন রোডের পূর্ব পাশে আমেনা বেগমের বাড়ির সামনে রাস্তার ওপর নুর মোহাম্মদকে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদ রাতে পাহাড়াদারের কাজ করত। এছাড়া তিনি স্থানীয় মসজিদে নামাজ পড়াতেন এবং সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, রাত ৩ টার দিকে নুর মোহাম্মদ নিজ ঘরে এসে তার মায়ের কাছ থেকে ১টি পান নিয়ে বেড়িয়ে যান। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাকে কুপিয়ে গলা কেটে হত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, ওই এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।