আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
বেলা ১১টায় গণভবনে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় স্বাস্থ্য ব্যবস্থার ট্রান্সফরমেশন বিষয়ক উপস্থাপনা অবলোকন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেল সাড়ে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিকেল সাড়ে ৩টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি জার্নাল প্রকাশ ও ডিজিটাল লাইব্রেরি উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় বিজয়নগরে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা (ঢাকা বিভাগ) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
পলকের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এআই-ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’ বা গভর্নমেন্ট ব্রেইনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:
ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য স্মার্ট স্কুলবাস সার্ভিস চালু করতে যাচ্ছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বেলা ১১টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
পিবিআইর প্রেস ব্রিফিং:
ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে প্রেস ব্রিফিং করবে পিবিআইর নরসিংদী জেলার পুলিশ সুপার। বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টার্সে এই ব্রিফিং শুরু হবে।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি:
বিকেল ৪টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।