এটাই শেষ ইউরো রোনালদোর
এবারের ইউরোটা মোটেও ভালো যাচ্ছে না পর্তুগিজ সুপারস্টার অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। চার ম্যাচে এখন পর্যন্ত গোলহীন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। সোমবার ইউরোর শেষ ষোলোয় তার দল পর্তুগাল টাইব্রেকারে স্লোভেনিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। তবে অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সিআর সেভেন। ম্যাচশেষে বলেছেন এটাই তার শেষ ইউরো।
স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করায় চোখের জল আর ধরে রাখতে পারেননি রোনালদো। আর সেই সময় গ্যালারিতে বসে কাঁদছেন তার মা মারিয়া স্যান্টস ডলোরেস। সোমবার রাতে ইউরোয় দেখা গেল সেই দৃশ্য।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
স্লোভেনিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় পর্তুগাল। অনুমিতভাবেই দলের পেনাল্টিটি নিতে যান রোনালদো। কিন্তু বিধিবাম, তার নেওয়া সেই শটটি রুখে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক ওবালাক। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য গোল করতে কোনো ভুল করেননি রোনালদো। স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। এর পরই ম্যাচপরবর্তী এক সংবাদমাধ্যমকে রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ ইউরো। তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সমর্থক এবং পরিবার পাশে রয়েছে তা দেখে আমি আপ্লুত।’
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
রোনালদোর এখন ৩৯ বছর বয়স। ইউরো কাপ আবার চার বছর পর হবে। সেই সময় রোনালদোর বয়স হবে ৪৩ বছর। ফলে চার বছর পর আবার ইউরো কাপ খেলা সম্ভব হবে না তার পক্ষে। স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে গোল করার আগে পর্যন্ত এ বারের ইউরো কাপে কোনো গোল ছিল না রোনালদোর। সেই কারণে সোমবার রাতে পেনাল্টি মিসের পর কেঁদে ফেলেছিলেন। ছেলের কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি তার মা। তিনিও দর্শকাসনে বসে কেঁদে ফেলেন। রোনালদো আগেও জানিয়েছিলেন, তার মা খেলা নিয়ে আবেগপ্রবণ।
আরও পড়ুন:
বিপাকে আলভেস