রূপগঞ্জের জঙ্গি আস্তানা নিয়ে যা জানাল এটিইউ
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চার তলা বিশিষ্ট একটি ভাড়াটিয়া বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা আড়িয়াব এলাকার ওই বাড়িটি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
এই অভিযানের বিষয়ে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল বলেন, ‘গত জুন মাসের ৮ এবং ৯ তারিখ নেত্রকোনায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের অ্যান্টিটেররিজম ইউনিটের সমন্বয়ে অভিযানটি চালানো হয়। সেখানে আমরা আনসার আল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির পাই। সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেশব্যাপী অনেকগুলো অভিযান পরিচালনা করি। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সোমবার একজনকে কক্সবাজার থেকে আটক করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল থেকেই আমাদের বেশ কয়েকটি দল নারায়ণগঞ্জের এই এলাকাটিতে কাজ শুরু করে। আমরা এখানে একটি আস্তানার সন্ধান পাই। যেখানে জঙ্গিদের বেশ কয়েকজন সদস্য থাকতে পারে বলে আমরা জানতে পারি। তারই ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে আমরা রুপগঞ্জের বড়পা এলাকায় অভিযান শুরু করি। পরে আটক ব্যক্তি আমাদের নিশ্চিত করে এই ভবনটিই হচ্ছে জঙ্গিদের আস্তানা। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজ সকাল থেকে ভবনটি ঘেরাও করে রাখি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন ভবনের কোন ফ্ল্যাট চিহ্নিত করনের কাজ করছি। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি কোন ফ্ল্যাটে আস্তানাটি রয়েছে। আমরা জানতে পেরেছি এখানে যার থাকার কথা তিনি একজন জঙ্গি প্রশিক্ষক। তিনি বোম্ব বিশেষজ্ঞ বলেও আমরা জানতে পেরেছি। তার কাছে নাশকতার সরঞ্জাম থাকতে পারে। তাই আমরা এখন ওই ভবনসহ আশেপাশের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করার ব্যবস্থা করছি। আমাদের এন্টিটেররিজম ইউনিট এবং সোয়াতের দল ভবনের ভেতরে প্রবেশ করে আমরা আভিযানিক কার্যক্রমটি পরিচালনা করব। আশাকরছি আমরা স্বল্প সময়ের মধ্যে অভিযানটি শেষ করতে পারব। অভিযানের পরে আমরা আপনাদের সম্পূর্ণ এই বিষয়ে বলতে পারব।’