বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৪, ১৩:২৮
শেয়ার :
বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন। গতকাল সোমবার তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

চাকরির মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।

এক বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়ে গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সরকারি চাকরি আইন অনুযায়ী, মো. আলী হোসেনকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ৩ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ চুক্তিভিত্তিক নিয়োগ করেছে সরকার।