বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ২৩:৫১
শেয়ার :
বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুট

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রাশিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে বৃষ্টির সময় পৌরসভার ১ নং ওয়ার্ডের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রাশিদা বেগম নুরপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ রাত ৮টায় নুরপুর গ্রামের নাদিমকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ছেলে সাহাব উদ্দিন বলেন, ‘আমি উপজেলার গৌরীপুর বাজার থেকে বাড়ি আসছিলাম। প্রতিবেশী কুহিনুর আক্তার ফোন করে বলেন, ‘‘তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর মারে কে যেন কি খাইয়ে স্বর্ণের জিনিসপত্র (অলংকার) নিয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি ঘরের সব কিছু এলোমেলো পড়ে আছে। মা মেঝেতে পড়ে আছে, মায়ের কানের স্বর্ণের জিনিস নেই।’

তিনি বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। স্বর্ণের জিনিসগুলো নেওয়ার জন্য কে বা কারা আমার মাকে মেরে ফেলেছে।’

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. এনায়েত কবির সোয়েব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।