গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ
রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে ছয়টি ফার্মেসি থেকে ১১৫ ধরনের বিপুল সংখ্যাক অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঔষধ তত্ত্বাবধায়ক আলমগীর কবির, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. ইমরান হোসেন ও সাদ্দাম হোসেনের সমন্বয়ে গঠিত পরিদর্শক দল এ অভিযান চালায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় ফার্মেসিগুলোকে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও অনিবন্ধিত ওষুধ না রাখা ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা এবং অ্যান্টিবায়োটিক বিক্রি ও তাপমাত্রা রেকর্ডের রেজিস্টার রাখার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?