ঘণ্টায় ১ সেন্টিমিটার করে বাড়ছে কুশিয়ারার পানি

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১৮:৩০
শেয়ার :
ঘণ্টায় ১ সেন্টিমিটার করে বাড়ছে কুশিয়ারার পানি

ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকায় ফের বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। আজ সোমবার সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

গত ৬ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৩টায় কুশিয়ারা নদীর পানি ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেঞ্চুগঞ্জের গেজ পাঠক গিয়াস উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় ফের আতঙ্ক বিরাজ করছে ফেঞ্চুগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষের মধ্যে। দীর্ঘদিন বন্যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বন্যার্তরা। আটটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা প্রায় আড়াই হাজার থাকলেও পানি নেমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরে যান। সরকারি হিসেব মতে আটটি আশ্রয় কেন্দ্রে গতকাল ৩০ জুন পর্যন্ত ১ হাজার ৩৫০ জন নারী পুরুষ ও অবস্থান করছেন। 

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতের মেঘালয়ে বৃষ্টির ফলে ফের পানি বাড়তে শুরু করেছে কুশিয়ারা নদীতে। বৃষ্টি থামলে হয়তো পানি বৃদ্ধি পাবে না। আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে, প্রয়োজনে বন্যার্তরা পুনরায় আশ্রয় নিতে পারবেন।’ 

উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা ৩ হাজার ৬৪০ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যাও ৩ হাজার ৬৪০। গতকাল ৩০ জুন পর্যন্ত ত্রাণ সামগ্রী হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বরাদ্দ এসেছে চাল সাড়ে ৮৭ মেট্রিক টন, নগদ ৩ লাখ টাকা, শুকনো খাবার ৩৫০ পেকেট, শিশু খাদ্যের জন্য নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও গো-খাদ্যের জন্য নগদ ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন বলে জানান ইউএনও।