পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র, কমবে লোডশেডিং
পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্র ফের পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করেছে। আজ সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ জুন থেকে ইউনিটটি বন্ধ ছিল। ৪ জুলাইয়ের মধ্যে কেন্দ্রটি চালু করা হবে এমন প্রস্তুতি ছিল কেন্দ্রটির। তবে সময়ের আগেই সংস্কার কাজ শেষ করায় কেন্দ্রটির বন্ধ থাকা ইউনিটি চালু করা হয়েছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২৪৪ মেগাওয়াট। পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং কমবে বলে আশা স্বংশ্লিষ্টদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানি (বিসিপিসি) পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান (৫০:৫০) অংশীদারত্ব রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লা আসে ইন্দোনেশিয়া থেকে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?