ট্রলারে কিশোর গ্যাংয়ের হামলা, সকালে ভেসে উঠল যুবকের লাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১৭:০৩
শেয়ার :
ট্রলারে কিশোর গ্যাংয়ের হামলা, সকালে ভেসে উঠল যুবকের লাশ

গাজীপুরের শ্রীপুরে একটি ট্রলারে হামলা চালিয়েছে কিশোর গ্যাং। হামলায় জামান ও পাবেল নামের দুই যুবক নদীতে ডুবে নিখোঁজ হন। গতকাল রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ সোমবার সকালে ক্ষীরু নদী থেকে নিখোঁজ যুবক জামানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছেন পাবেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুল হক।

নিহত জামান ওই গ্রামের মো. রুহুল আমীনের ছলে। নিখোঁজ পাবেল (২২) কাওরাইদ গ্রামের মো. সাহেব আলীর ছেলে।

আজিজুল হক বলেন, ‘সোনাব ও পার্শ্ববতী এলাকার ২০ থেকে ৩০ জন যুবক গতকাল রবিবার একটি ট্রলার ভাড়া করে নদী ভ্রমণে বের হয়। ভ্রমণে বের হওয়ার আগে কাওরাইদ কালীবাড়ি এলাকায় একটি রেস্টুরেন্টের পাশে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে স্থানীয় কিশোর গ্যাংয়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে কিশোর গ্যাং গ্রুপটি রাতে সোনাব বটতলা এলাকায় ওৎ পেতে থাকে। 

রাত ৮টার দিকে ভ্রমণ শেষে ট্রলারটি সোনাব বটতলা এলাকায় ফিরে আসে। তখন ট্রলার থেকে নামার সময় কিশোর গ্যাং গ্রুপটি ট্রলার যাত্রীদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয়ে জামান নদীতে পড়ে যান। পাবেল নিখোঁজ হন। ট্রলারের অন্য যাত্রীরা যে যার মতো দৌঁড়ে পালিয়ে যান। পরে আজ সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ক্ষীরু নদী থেকে জামানের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

তিনি আরও বলেন, ‘কাওরাইদে ৩০-৪০ জনের একটি কিশোর গ্যাং রয়েছে। আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে বহুবার বলেছি। কোনো প্রতিকার হয়নি।’

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খনি জানান, কাওরাইদে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।