বুবলীর গেমপ্ল্যান দুর্বল, বললেন অপু
চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা থেকে ‘বাদ পড়া আর সরে যাওয়া’ নিয়ে গেল ক’দিন ধরেই শোবিজে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নায়িকার দাবি- শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর নির্মাতার কথা, ‘বুবলীর দর্শকপ্রিয়তা কমে গেছে। তাই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।’
বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা-সমালোচনা ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুবলীকে উদ্দেশ্য করে বললেন, দুর্বল গেমপ্ল্যান!
অপু বলেন, ‘নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেমপ্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘উনি শাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন? যখন “প্রিয়তমা”র প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সেসময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’
এদিকে, ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে বুবলী বলেছিলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন- তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি, শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট