এবার প্রকাশ্যে ‘তুফান’র ‘ফেঁসে যাই’

বিনোদন প্রতিবেদক
০১ জুলাই ২০২৪, ১২:৪৩
শেয়ার :
এবার প্রকাশ্যে ‘তুফান’র ‘ফেঁসে যাই’

ঈদুল আজহার আলোচিত সিনেমা ‘তুফান’। মুক্তির পর দেশে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে এটি। বিদেশেও হাউজফুল যাচ্ছে সিনেমাটির শো। ‘তুফান’র ঝড়ে মধ্যেই আজ সোমবার সকালে প্রকাশ্যে এসেছে এর নতুন একটি গান। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে থাকা গানটির শিরোনাম ‘ফেঁসে যাই’।

এর আগে, প্রকাশ্যে এসেছিল এই সিনেমার ‘লাগে উড়াধুরা’ গানটি। ইতিমধ্যে তা লুফে নিয়েছেন শ্রোতারা। অন্যদিকে, পর্দায় যারা সিনেমাটি দেখেছেন, তাদের আগ্রহ রয়েছে অন্য গানগুলো নিয়েও। তারই ধারাবাহিকতায় নতুন গানটি।

‘ফেঁসে যাই’ লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। রোমান্টিক ঘরানার এই গানের দৃশ্যে শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলার প্রেম-রসায়ন দেখা গেছে।

উল্লেখ্য, মুক্তির পর থেকেই তুফান-ঝড় বইছে দেশের সিনেমা হলগুলোতে। ভারতীয় সিনেমা বিশ্লেষক, সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, ভারতে আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে এটি। এর আগে, গেল ২৮ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেয়েছে ১৫টি দেশে।