বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১১:৪৩
শেয়ার :
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

কু‌ড়িগ্রামের উলিপুরের দলদ‌লিয়া ইউনিয়‌নে বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে ইউনিয়‌নের অর্জুন লালমস‌জিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অর্জুন লালমসজিদ এলাকার আবু তাহের (৫৬) এবং তার ছেলে রাসেল মিয়া (১৭)।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাসেল মিয়া বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলের চিৎকারে বাবা আবু তাহের সন্তানকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।