আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০১ জুলাই ২০২৪, ০৮:৩৬
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেল সাড়ে ৫টায় সংসদ অধিবেশনে অংশ নেবেন তিনি।

রাষ্ট্রপতির কর্মসূচি

বাংলাদেশে মনোনীত লিথুয়ানিয়া, গ্রিস ও মালাউইর অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুপুর ১২টায় বঙ্গভবনে এই কর্মসূচি শুরু হবে।

মির্জা ফখরুলের কর্মসূচি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিকেল ৩টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ২টায় সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিং করবেন তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত।

মুক্তিযুদ্ধমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে ‘বার্তা প্রবাহ’ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

স্পিকার শিরীন শারমিনের কর্মসূচি

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৪ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে বিকেল সাড়ে ৫টায় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন তিনি।