সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ২১:৩৩
শেয়ার :
সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

সুনামগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র নাদের বখত। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র।

শিক্ষাখাতে ৯৯ লাখ ৭৫ হাজার টাকা ও স্বাস্থ্যখাতে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের বিস্তারিত তুলে ধরেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস।

ঘোষিত বাজেটে আগামী বছরে রাজস্ব ও উন্নয়নসহ মোট আয় ধরা হয়েছে ১০৫ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা। ব্যয় ধরা হয়েছে, ১০১ কোটি ৬ লাখ টাকা। বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, জেলা ও দায়রাজজ আদালতের দুদকের পিপি অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, পৌরসভার কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, মোশাররফ হোসেন, নারী কাউন্সিলর জাহানারা বেগম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।