কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ২০:৫৭
শেয়ার :
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

নতুন কোনো করআরোপ না করে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬ শত ৪ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে পৌর কার্যালয়ের সভাকক্ষে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

বাজেটে মোট রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।

মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১১কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৫৯ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ২কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯৬৯টাকা।মোট উন্নয়ন আয় ২৪কোটি টাকা ৭ লাখ ৩২ হাজার ৬৩৪টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২লাখ টাকা।উন্নয়ন উদ্বৃত্ত ২ কোটি ৫ লাখ ৩২ হাজার ৬৩৪ টাকা। বাজেটে সমাপ্তি জের ধরা হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৬০৪ টাকা।

বাজেট পর্যালোচনায় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এনামুল হক এমেল, প্যানেল মেয়র -২ রকিব উদ্দিন রকিব, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী এইচ,এম কামরুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহাদাত হোসেন,প্রকৌশলী শাখা আব্দুল আহাদ,কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,সাকিব আহমেদ,কাউন্সিলর সালাউদ্দিন, আব্দুল হক মীর,দেলোয়ার হোসেন প্রধান,শামীম মিয়া,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন নাহার, লাভলী আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা,সুশীলসমাজ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা।