জাজের দেওয়া ফ্ল্যাট-গাড়ির প্রসঙ্গে মুখ খুললেন মাহি
হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এক যুগের ক্যারিয়ারে অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। জয় করেছেন দর্শক-হৃদয়। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’র মধ্য দিয়ে সিনেমায় তার অভিষেক। শুরুতে এই প্রতিষ্ঠানের বেশকিছু সিনেমাতে টানা কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত জাজের ১৬-১৭টি সিনেমায় দেখা গেছে মাহিকে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, মাহিকে তিনি দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।
বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন অগ্নিকন্যা’খ্যাত এই অভিনেত্রী। তবে এবার কথা বলেছেন। মজার ছলে মাহি উত্তরটি এমন- ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এরপর যোগ করে অভিনেত্রী বলেন, ‘অগ্নিকন্যা- এই ট্যাগটা যারা আমার নামের সঙ্গে জুড়ে দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সুতরাং আমি একবার যাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। এবং আমি পারবও না। আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এগুলোতো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না।’
পাশাপাশি মাহি জানিয়েছেন, জাজকে তিনি যে সম্মান দেন, তেমনটা আশা করেন জাজের কাছ থেকেও। আব্দুল আজিজকে অনুরোধ করে তিনি বলেন, ‘আমি যেহেতু আপনাদেরকে (জাজ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন। আমি তাদেরকে অনুরোধ করেছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার বেশকিছু সিনেমায় টানা কাজ করার সূত্রে সেসময় আজিজ-মাহির প্রেমের ‘গুঞ্জন’ ছিল ওপেন সিক্রেট। তবে সময়ের ব্যবধানে দুজনেই হেঁটেছেন আলাদা পথে। দীর্ঘদিন হলো জাজের সিনেমায় দেখা যায় না মাহিকে।