দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ বেশি হাজি, মৃত্যু আরও ২
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ জন বাংলাদেশি। এ সময় পর্যন্ত আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে মোট ৫৬ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
গতকাল শনিবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত ৭৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ১৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ২৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৫৯২ জন হাজি দেশে ফিরেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে ঢাকা থেকে চলতি বছর হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যায় গত ৯ মে। আর শেষ ফ্লাইট ছেড়ে যায় গত ১২ জুন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অন্যদিকে, হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২০ জুন। মধ্যপ্রাচ্যের দেশটি থেকে হাজিদের শেষ ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে আগামী ২২ জুলাই।