সমাবেশকে কেন্দ্র করে পদপ্রত্যাশীদের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪, ২৩:৩২
শেয়ার :
সমাবেশকে কেন্দ্র করে পদপ্রত্যাশীদের শোডাউন

খালেদা জিয়ার মুক্তির সমাবেশে বড় শোডাউন করেছে ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদপ্রত্যাশী নেতারা। আজ শনিবার দুপুরের পর থেকে এই মিছিলগুলো আসতে থাকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির পদপ্রত্যাশী বিএনপিরসহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, সাবেক সদস্য সচিব আমিনুল হক,কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম ও সহসভাপতি এসএম জাহাঙ্গীর মিছিল নিয়ে আসেন।

ঢাকা মহানগর দক্ষিণের পদপ্রত্যাশী সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবও বড় শোডাউন করেছে। শোডাউন করেছেন দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। এছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের গত কমিটিতে যাদের স্থান হয়নি, তারাও বড় মিছিল নিয়ে শোডাউন করেছে। ছাত্রদলের পদবঞ্চিত নেতারাও শোডাউন করেছে। 

কেন্দ্রীয় যুবদলের শীর্ষ পদপ্রত্যাশী নেতাদের মধ্যে সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা বিপুল নেতা-কর্মীসহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। ঈদের আগে গত ১৩ জুন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং যুবদল কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়। এ সব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা আজ শনিবার শোডাউন করেছে।