রাজধানীতে স্বামীকে বেঁধে রেখে নববধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, সাবেক প্রেমিক গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেতে স্বামীকে বেঁধে রেখে এক নববধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই নববধূ তার স্বামীকে নিয়ে খিলক্ষেতে তার এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন। পথে ৬-৭ ব্যক্তি তাদেরকে জোর করে বনরূপা এলাকায় নিয়ে যান। সেখানে নববধূর স্বামীকে আটকে রাখেন তারা। পরে ওই ব্যক্তিরা নববধূকে ধর্ষণ করেন। সেখান থেকে কৌশলে ছাড়া পেয়ে ভুক্তভোগী নববধূর স্বামী পুলিশকে জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে আবুল কাশেম সুমন নামের একজন রয়েছেন, যিনি ওই নববধূর সাবেক প্রেমিক। আজ শনিবার ভুক্তভোগী নারী খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাদের সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, শুক্রবার রাতে ঘটনাটি জানানোর পরপরই অভিযান শুরু হয়। গ্রেপ্তাররা দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জড়িত একজন ওই নববধূর পূর্ব-পরিচিত।