মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুন ২০২৪, ২০:৩১
শেয়ার :
মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

নোয়াখালীর হাতিয়ার একটি মসজিদের পুকুরে ধরা পড়েছে ১০টি ইলিশ। মাছগুলো ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।

হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আরিফ জানান, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছগুলো দেখার জন্য। গত ১০-১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরও ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়। 

নাজমা আরিফ বলেন, ‘আমার এই ওয়ার্ডে লবণাক্ত পানির সাথে ইলিশের পোনা ঢুকে পুকুরে আটকরা পড়ে। পরবর্তীতে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়।’ 

এ বিষয়ে জানতে হাতিয়া জেলা মৎস কর্মকর্তা মো. ইকবাল হোসেননের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।