রাজধানীতে চলছে আওয়ামী লীগের সভা
আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভা চলছে। আজ শনিবার বেলা ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভা শুরু হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফীর সভাপতিত্বে সভার সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আজ বেলা ২টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে পৃথক মিছিল নিয়ে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সভায় এসেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজধানীতে বড় ধরনের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
অন্যদিকে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। ২টা ৪২ মিনিটে তাদের সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?