‘পরীক্ষা না দিয়েই’ পাস করেছেন লোকসভার স্পিকারের মেয়ে!
বাবা লোকসভার স্পিকার, তবে রাজনীতির পথ বেছে নেননি মেয়ে। বরং নজর কেড়েছেন অন্য ভাবে। প্রথম বারের চেষ্টায় ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস কর্মকর্তা হয়েছেন ওম বিড়লার ছোট মেয়ে অঞ্জলি বিড়লা। তবে অভিযোগ উঠেছে, পরীক্ষাই দেননি তিনি।
১৯৯১ সালে অমিতার সঙ্গে বিয়ে হয় ওম বিড়লার। এই দম্পতির আকাঙ্ক্ষা এবং অঞ্জলি নামে দুই মেয়ে রয়েছে। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন অঞ্জলি। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২০ সালের আগস্টে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস কর্মকর্তা হন বিড়লা-কন্যা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছোটবেলায় রাজস্থানের কোটার একটি স্কুলে ভর্তি করানো হয় অঞ্জলিকে। স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যান তিনি। দিল্লি চলে যাওয়ার পর সেখানকার একটি কলেজে ভর্তি হন অঞ্জলি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজে পড়ার সময়ই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন অঞ্জলি। প্রথমবারের চেষ্টায় সেই পরীক্ষায় পাস করেন তিনি। বর্তমানে রেল মন্ত্রণালয়ের আইএএস কর্মকর্তা হিসেবে চাকরি করছেন অঞ্জলি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি খুব খুশি হয়েছি। আমার বাবাকে দেখেছি, তিনি কী ভাবে দেশবাসীর প্রতি দায়িত্ব পালন করে চলেছেন। আমিও সমাজের জন্য কিছু করতে চাই। সে কারণেই এই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই।‘
তবে সাফল্যের খবর জানাজানি হতেই বিতর্কে জড়িয়ে পড়েন অঞ্জলির। অভিযোগ উঠে যে, ইউপিএসসি দেওয়ার সময় কোনও পরীক্ষায় বসেননি তিনি। বাবার কারণে বিনা পরীক্ষায় আইএএস হয়েছেন অঞ্জলি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে এর প্রতিবাদ করেন অঞ্জলি। অন্যান্য পরীক্ষার্থীর মতো তিনিও পরীক্ষার সমস্ত নিয়মকানুন মেনেছেন বলে দাবি করেন তিনি। বিতর্ক-সমালোচনায় জড়ানোর পর ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন অঞ্জলি।