পানির স্রোতে ভেসে গেল ভারতীয় ট্যাংক, নিহত ৫
ভারতের লাদাখে ট্যাংক দুর্ঘটনায় এক জুনিয়র কমিশন্ড অফিসারসহ পাঁচ সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ট্যাংক নিয়ে নদী পার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন সেনারা। তখনেই পানির স্রোতে ভেসে যায় ট্যাংকটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘২৮ জুন মধ্যরাতে প্রশিক্ষণ থেকে ফেরার পথে, হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যাওয়ায়, সেনাবাহিনীর একটি ট্যাংক পূর্ব লাদাখের শায়ক নদীতে আটকে যায়। এরপর সেখানে দ্রুত উদ্ধারকারীরা যান।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এক সেনা কর্মকর্তা জানান, শনিবার দিবাগত রাত ৩টায় এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ সেনার সবার মরদহে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস