বিজ্ঞাপন বিতর্ক /
গায়েব ফেসবুক প্রসঙ্গে মুখ খুললেন জীবন
কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলার একটি বিজ্ঞাপনে কাজ করায় নেটিজেনদের রোষানলে পড়েছেন নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন তারা। তবুও যেন বিতর্কিত তাদের পিছু ছাড়ছে না।
বিজ্ঞাপনের জেরে শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে- বিভিন্ন পেজ থেকে এমন দাবি তোলা হয়েছে! হ্যাকারদের দাবি- জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। বিজ্ঞাপনে অংশ নেওয়া আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা। সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে বিষয়টি অস্বীকার করেছেন শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘আমাকে হুমকি দিচ্ছে অথচ আমি নিজেই জানি না, এটা হাস্যকর। কেউ আমার পেজে সাইবার হামলা করেনি বরং আমি নিজেই আমার পেজটি ডিঅ্যাক্টিভ করে রেখেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জীবন আরও বলেন, ‘আমি ফেসবুকে খুব বেশি সক্রিয় না। কাজ করেই সময় পাই না। কে, কি বলল- এসব আমার দেখার সময় নেই। আমি কাজের মধ্যেই থাকতে চাই। আর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’