আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৯ জুন ২০২৪, ০৮:২৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

ঢাকা জেলার ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।  

ওবায়দুল কাদেরের কর্মসূচি

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির সমাবেশ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেবেন।

যুবলীগের কর্মসূচি

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে কর্মিসভার মাধ্যমে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম মাহাউদ্দিন নাছিম এমপি।

স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি  

স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম মাহাউদ্দিন নাছিম এমপি।

ডিএনসিসির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় উচ্ছেদ কার্যক্রম ও খাল খনন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  

বিএফডিসিতে কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে বেসরকারি খাতের ভুমিকাই মূখ্য’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করবেন।