‘মা, আমার স্ত্রীকে দেখে রাখিও’

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৪, ২১:৫০
শেয়ার :
‘মা, আমার স্ত্রীকে দেখে রাখিও’

রাজধানীর হাতিরপুলে একটি ভবনের অফিস কক্ষ থেকে সেজানুর রহমান আনাস (২৩) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে হাতিরপুল সিআর দত্ত রোডের নাহার প্লাজার নয়তলার একটি অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আনাস (২৩) শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার মো. জালাল মুন্সির ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইল দরবার শরীফ রোডের নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি ঢাকা লিফট ইঞ্জিনিয়ারিং কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মোনায়েম জানান, দুপুরে খবর পেয়ে নাহার প্লাজার নয়তলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ফ্যানের হুকের সঙ্গে তার দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল। বিকেল ৫টার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইন প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও বলেন, গত মঙ্গলবারে বাবা-মায়ের সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া করে বাসায় একটি চিরকুট লিখে অফিসের উদ্দেশে বের হন আনাস। এরপর থেকেই মোবাইল বন্ধ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এদিকে, ওই প্রতিষ্ঠানের মালিক পারভেজ বাবু বলেন, ‘ছয় মাস আগে একটি মেয়েকে পারিবারিকভাবে বিবাহ করেন আনাস। তাকে এখনও উঠিয়ে আনেনি। দুই পরিবারের পক্ষ থেকে আনাসকে বলা হয় দুই বছর পরে তাকে উঠিয়ে আনা হবে। এ নিয়ে বাবা মায়ের ওপর অভিমান করে গত মঙ্গলবার বাসায় একটি চিরকুট লিখে অফিসের উদ্দেশে চলে আসে। ওই চিরকুটে লেখা ছিল ‘মা আমার স্ত্রীকে দেখে রাখিও।’