‘আমার ব্যাগে বোমা আছে’, বিমানবন্দরে বললেন যাত্রী
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অন্যান্য দিনের মতোই আজ সকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে প্রচুর ব্যস্ততা ছিল। সকাল ১০টার দিকে এয়ারএশিয়ার i5-310, পুনেগামী বিমানের যাত্রীদের লাগেজ চেকিং চলছিল। সেই সময় এক যাত্রী দাবি করেন, ‘আমার ব্যাগে বোমা আছে’। তার কথা শুনে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এরপর ওই যাত্রীকে আটক করা হয়। পরে বিমানটি ফাঁকা করে দেওয়া হয় বিমানটি। তবে ব্যাগে আদৌ বোমা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে গত এপ্রিলে পরপর দুবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেইল পাঠানো হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। তখন হুমকি দেওয়া হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। তারপরই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদস্যরা চিরুনি অভিযান শুরু করে। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি। কোথায় থেকে মেইল এসেছিল, তারও সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস