ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলে থাকা দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৪, ১৫:৪৭
শেয়ার :
ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলে থাকা দুই ভাই

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাহুল (২৬) ও মো. রাফি (১৬)। সম্পর্কে তারা আপন দুই ভাই।

নিহতদের চাচা বিল্লাল হোসেন জানান, রাতে রাহুল ও তার ছোট ভাই রাফিকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কালশি ব্রিজ দিয়ে নিজ বাসা মিরপুর বাউনিয়া বাঁধ সি-ব্লকের ফিরছিলেন। কালসি রোডে সান্তা সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুজনকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। রাফিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাফিও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানা উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমুল ইসলাম।

তিনি বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’