ভারত কোনো হিন্দু রাষ্ট্র নয় -অমর্ত্য সেন
ভারত কোনো ‘হিন্দু রাষ্ট্র’ নয় বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার মতে, সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফলই এই সত্য সামনে এনেছে। এ ছাড়া বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের বিনা বিচারে বন্দি রাখার যে অভিযোগ উঠেছে, তা নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
অমর্ত্য সেন জোর দিয়ে বলেছেন, ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয় তা সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল সবার সামনে এই সত্যটি তুলে ধরেছে। বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছে এই মন্তব্য করেন তিনি। নতুন ব্যবস্থার অধীনেও বিরোধীদের ‘বিনা বিচারে’ কারাগারে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
অমর্ত্য সেন বলেছেন, ‘বিজেপি অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে। কিন্তু ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়।’
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
ভারতে ধনী-গরিবের বৈষম্য বাড়ার কথা উল্লেখ করেও বিজেপি সরকারের সমালোচনা করেন অমর্ত্য। তিনি বলেন, ‘ধনীদের ওপর বেশি নির্ভরশীলতা এবং দরিদ্রদের অবহেলা করার এই রীতি বহু দিন ধরেই এ সরকারে চলছে। যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিকভাবে যারা শক্তিশালী ছিলেন, তারা এখনো শক্তিশালী রয়ে গেছেন।’
১৯৩৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করা অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।