গ্রিসে রেকর্ড তাপমাত্রা, আরও পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৪, ১৬:৫৫
শেয়ার :
গ্রিসে রেকর্ড তাপমাত্রা, আরও পর্যটকের মৃত্যু

গরমে ভয়াবহ অবস্থা গ্রিসে। একাধিক দ্বীপ থেকে পর্যটকদের মরদেহ উদ্ধার হয়েছে। তারা সবাই ছুটি কাটাতে গেছিলেন। কিন্তু গরমে চরম পরিণতি বরণ করতে হয়েছে।  

সোমবার ক্রিট থেকে উদ্ধার হয়েছে এক জার্মান পর্যটকের দেহ। তিনি সেখানে হাইকিং করতে গেছিলেন। ৬৭ বছরের এই ব্য়ক্তি স্ত্রীর সঙ্গে গ্রিসে বেড়াতে এসেছিলেন। সম্প্রতি তিনি ঠিক করেন ওমালস মালভূমি থেকে হেঁটে তিনি জেলেদের গ্রামে যাবেন। গোটা রাস্তাটি ২৪ কিলোমিটারের কাছাকাছি। আট থেকে ১০ ঘণ্টার এই রাস্তাটি দুর্গম নয়। কিন্তু গরমে সেই রাস্তাই ভয়ংকর হয়ে ওঠে।

ঐতিহাসিকভাবে জুন মাসে গ্রিসে সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান। কারণ, এই মাসটি গ্রিসের গ্রীষ্ম উপভোগের জন্য় বিখ্য়াত। এবার জুন মাসে রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে গ্রিস। তাপমাত্রা জায়গায় জায়গায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, এই গরমে হাইকিং করতে বেরিয়ে হিট স্ট্রোকে মৃত্যু হচ্ছে অধিকাংশ পর্যটকের। প্রশাসনের বক্তব্য়, যাদের মৃত্য়ু হচ্ছে, তারা খুব তৈরি হয়েও হাঁটতে বের হচ্ছেন না। গরমে অ্যাক্রোপলিস বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের বার বার সচেতন করা হচ্ছে, কিন্তু তার পরেও তারা দুপুর বাইরে বের হচ্ছেন।