কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৭ জুন ২০২৪, ১০:৩৯
শেয়ার :
কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় কুকুরের তাড়া খেয়ে পাথরবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাহমিদ সরকার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চাঁদপুর তেলের পাম্পের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাহমিদ জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে। সে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচা রাজিবুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন আগে তাহমিদের নানা মারা যায়। নানার কবর জিয়ারত করতে মায়ের সাথে কয়েক দিন আগে নানাবাড়ি চাঁদপুর আসেন শিশু তাহমিদ। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। এতে দ্রুত রাস্তায় উঠে গেলে পাথরবোঝায় একটি ট্রাক শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম বলেন, ‘আজ সকালে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। মায়ের সঙ্গে রাস্তা পারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে শিশুটি সড়কে উঠলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।’

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তাহমিদ সরকার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’