বাসায় ফিরে দোয়া চাইলেন হায়দার হোসেন
হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন। তিন দিন চিকিৎসা নিয়ে বুধবার সকালে বাসায় ফিরেছেন এই গায়ক। বাসায় ফিরেই তিনি ভক্তদের কাছে দোয়া চাইলেন। হায়দার হোসেন বলেন, ‘আমি এখন মেয়ের বাসায়, সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।’ এ গায়ক জানান, তার হার্টে একটি রিং পরানো হয়েছে। কয়েক বছর ধরেই তিনি হার্টের সমস্যায় ভুগছেন। এর আগে আরও চারটি রিং পরানো হয়েছে। জীবনমুখী গান গেয়ে শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পেয়েছেন হায়দার হোসেন। ‘তিরিশ বছর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে তার।