নৌ পুলিশের ট্রেনিং একাডেমির শিক্ষা ভবন উদ্বোধন

অনলাইন ডেস্ক
২৬ জুন ২০২৪, ২২:২৬
শেয়ার :
নৌ পুলিশের ট্রেনিং একাডেমির শিক্ষা ভবন উদ্বোধন

নৌ পুলিশের ট্রেনিং একাডেমির শিক্ষা ভবন উদ্বোধন করলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বুধবার বাগেরহাটের রামপালে নৌ পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের জন্য নির্মিত একমাত্র ট্রেনিং একাডেমির ভবন এবং ফায়ারিং অবজারভেশন ভবন উদ্বোধন করেন তিনি।

সেখানে পুলিশ প্রধান চলমান প্রশিক্ষণ এ অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ তাকে স্পিডবোট যোগে ট্রেনিং একাডেমির জন্য নির্মিত বিভিন্ন অবস্টাকল, প্যারেড গ্রাউন্ড এবং খেলার মাঠ ঘুরে দেখান।

উদ্বোধনী শেষে আইজিপি একাডেমির লেকে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, বাগেরহাট জেলার জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, নৌ পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মো. শরীফুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।