সরকার নিজের স্বার্থে দেশটাকে বিকিয়ে দিচ্ছে: গয়েশ্বর
ভারত নিজের স্বার্থ দেখলেও, সরকার নিজের স্বার্থে দেশ ও জনগণের স্বার্থ বিকিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের দেশ আর আমাদের হাতে নেই। পুরো দেশটাই তারা ব্যবহার করবে, আমরা কিছু বলতে পারব না। তিস্তা নিয়ে কথা হয়েছে, এখন তারা মমতাকে নামিয়ে দিয়েছে। তারা মমতাকে দিয়ে বলাচ্ছে। তারা তাদের নিজের স্বার্থ দেখে। আর আমাদের সরকার নিজের স্বার্থে দেশ ও জনগণের স্বার্থ বিকিয়ে দিচ্ছে।’
খালেদা জিয়া মুক্ত মানেই গণতন্ত্র মুক্ত; খালেদা জিয়া মুক্ত মানেই স্বাধীনতা তৃপ্ত বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক ও গণতন্ত্রের প্রতীক। তিনি আপোষহীন নেত্রী। তাই আমি আশা করব ঢাকা মহানগরে যতো নেতাকর্মী আছেন, সবাই ঐক্যবদ্ধভাবে আগামী শনিবার অনুষ্ঠেয় সমাবেশে অংশ নেবেন। জিয়াউর রহমান বিএনপি বানিয়েছেন দেশ রক্ষার জন্য। দল আছে আপনি অনেক কিছু, কিন্তু দল নেই কিছু নেই।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যদি লাখও নেতাকর্মীদের মধ্যে প্রথম স্থান অধিকার হন, তার অনুভূতি কেমন হবে? আর যদি আপনি একজনের মধ্যে প্রথম হন তাহলে কেমন অনুভূতি হবে? আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। লাখো নেতাকর্মীদের মাঝে প্রতিযোগিতা করে প্রথম হতে হবে। কর্মের মাধ্যমে এ কাজটি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে মনে রাখতে হবে, আমি ছোট হলেও আমার দল কিন্তু অনেক বড়। সাধারণ মানুষও বলে আপনারা কিছু করেন না কেন? কেন বলে, আমাদের কাছে তাদের প্রত্যাশা আছে। আমাদের দেশ ও দেশের জনগণের জন্য কিছু করতে হবে। এ জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’
সভায় আরও অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি,বিএনপি নেতা আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?