প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়েছেন: মান্না

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৪, ১৮:৩৪
শেয়ার :
প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়েছেন: মান্না

ভারত সফরে প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আজিজ, বেনজীর, মতিউরের অবিশ্বাস্য দুর্নীতি, প্রধানমন্ত্রীর দাসখত দেওয়ার ভারত সফরের বিরুদ্ধে’ অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘মোদির শপথ নেওয়ার আগে চলে গেছেন। আবার ১৫ দিন পরেই আবার গেলেন। অনেকে বলেন, তিনি হাজিরা দিতে গেছেন। গেলেন কেন? কিছু পাওয়ার জন্য? আমাদের প্রধান দাবি ছিল, ভারত আমাদের পানি দেয় না। এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘আজিজ, বেনজীর, মিয়া সাহেবরা হাজার হাজার কোটি টাকা লুট করলেও তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সংবাদমাধ্যমে লুটপাটের তথ্য প্রকাশের পর এখন তদন্তের নাটক করছে। একজন গরিব কৃষক ৩০ হাজার টাকা লোণ নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশ, আর্মি প্রধানরা হাজার কোটি টাকা লুট করল তা কেউ দেখল না?’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন,‘বেনজীর বিদেশে পালিয়ে গেছে। কবে, কিভাবে, কোনো রাস্তা দিয়ে গেল? মতিউরও নাকি পালিয়েছে। সরকার মতিউরের দুর্নীতি খুঁজে পেল না। একটা ছাগল খুঁজে বের করল। ছাগলের কাছ থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। এরা যখন অন্যায় করে তখন সরকার দেখে না। মতিউর যেদিন গেল সেদিনের আগে পর্যন্ত তার নামে কোনো মামলা, নিষেধাজ্ঞা নেই। বিদেশ যাওয়ার পর নিষেধাজ্ঞা দিল।’

তিনি আরও বলেন, ‘আমরা বিদেশে যাওয়ার সময় ইমেগ্রেশনে আটকে এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই সবার কাছে ফোন করা হয়। আমার নামে মামলার চার্জশিট দিতে পারেনি। কিন্তু আমার পাসপোর্ট দশ বছর আটকে রেখেছে। আজিজ, বেনজীরের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন? কারণ সরকার এদের রক্ষা করছে।’

মান্না বলেন, ‘সড়কে নিরাপত্তা নেই, জিনিসের দাম কমাতে পারে না, আবার বড় বড় কথা বলে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা স্বাধীনতা এনেছিলাম,” তো আমরা কি ঘুমিয়ে ছিলাম? ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের যারা এমপি হয়েছিল তাদের অধিকাংশই যুদ্ধ করেনি।’

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তারসহ অন্যান্য নেতারা।