প্রতারণার মামলায় লিন্ডের এমডির বিচার শুরু
লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুজিত পাইসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলায় বিচার শুরু করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এরফান সিহাবুল মতিন, সহযোগী পরিচালক চৌধুরী নুরুর রহমান, আনিছুজ্জামান, ফাতেমা জাহাঙ্গীর ও মো. ইমাম হোসেন খান। আসামিদের মধ্যে সুজিত পাই পলাতক। অপর ৫ আসামি জামিনে রয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, লিন্ডে বাংলাদেশ লিমিটেড কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডকে দিয়ে ডিস্ট্রিবিউশন চুক্তির বাইরেও ভেন্ডর হিসেবে নিয়োগ দিয়ে সারাদেশ থেকে লিন্ডের টেস্ট ডিউ খালি সিলিন্ডার লিন্ডের ফ্যাক্টরিতে পরিবহনের কাজের জন্য পারচেজ অর্ডার দেয়। সেই হিসেবে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড এই কাজ করে আসছিল এবং নিয়মিত কাজের বিনিময়ে বিল সাবমিট করলেও কোনো বিল পরিশোধ করেনি। কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড ৪ হাজার ৯৮২টি সিলিন্ডার পরিবহন করে পরিবহন ভাড়া বাবদ ১৮ লাখ ৯৯ হাজার ৭শত ৫৬ টাকা পাওনা হয়। ওই টাকা পরিশোধ না করায় কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডের পক্ষে খোন্দকার এরশাদ জাহান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার