ফতুল্লায় তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গায় একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ফতুল্লা বাজারের পাশে এ আগুনের ঘটনা ঘটে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আজ বেলা ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টা ৩৮ মিনিটে৷
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।