আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৬ জুন ২০২৪, ০৮:৪৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেল ৪টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি।

বিএনপির কর্মসূচি:

দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পলকের কর্মসূচি:

এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) যৌথ উদ্যোগে ‘হোল অব গভর্নমেন্ট ডিজিটাল ট্রান্সফরমেশন লিভারেজিং গভস্ট্যাক’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী সেশন হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকাল ৯টায় গুলশান-২ এর আমারি ঢাকা রেস্টুরেন্টে এই কর্মশালা শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র তাপসের কর্মসূচি:

শহীদ শামসুনেনেছা আরজু মণি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনী হবে। সকাল ১০টায় হাজারীবাগে কোম্পানীঘাট ফায়ার সার্ভিস সংলগ্ন ওই হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিধি থাকবেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে। বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হবে।

ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশন:

বিকেল ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং অভিভাষণ দেবেন। সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ।