মামলার আলামত ধ্বংসের আগুন নেভাতে লাগল ফায়ার সার্ভিস
ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আলামত অবৈধ পলিথিন ধ্বংসের আগুন নেভাতে আনতে হলো ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণের আলামত ধ্বংসের চুল্লির আগুন নেভাতে ফায়ার সার্ভিস ডাকতে হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আজ দুপুর ৩টার দিকে সিএমএম আদালতের হাজতখানার প্রবেশমুখের পাশে স্থাপিত মামলার আলামত ধ্বংসের চুল্লিতে মামলার আলামত ৮ বস্তা অবৈধ পলিথিন ধ্বংসের জন্য আগুন দেওয়া হয়। একপর্যায়ে পলিথিনের সে আগুন ভয়াবহরূপ নেয়। যত সময় যায় আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং আগুনের ধোঁয়ার কুন্ডলি আদালত প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে।
আগুনের ভয়াবহতা আদালতে ছড়িয়ে পড়তে পারে- এ ভাবনা থেকে প্রথমে আদালত ভবনে থাকা আগুন নেভানোর যস্ত্র দিয়ে তা নেভানোর চেষ্টা করা হয়। তবে তাতে কোনো কাজ না হওয়ায় ফায়ার সর্ভিস খবর দেওয়া হয়। বিকেল পৌনে ৪টার দিকে ফায়ার সর্ভিস আসে এবং ১০ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় আগুনের তীব্রতায় চুল্লি ফেটে গেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
তিনি বলেন, ‘আদালতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আলামত ধ্বংসের চুল্লিতে দাহ্য পদার্থ নিষিদ্ধ পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’