ঢাকার সিএমএম আদালতে আগুন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে অগ্নিকাণ্ড ঘটে। আজ মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা।
আদালত সূত্রে জানা যায়, আদালতের হাজতখানায় মামলার আলামত ধ্বংস করার চুল্লিতে এ আগুনের ঘটনা ঘটে। ভবনটিতে আগুন লাগলে আদালতে উপস্থিত আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থীরা অতঙ্কতি হয়ে পড়েন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘আদালতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আলামত ধ্বংসের চুল্লিতে দাহ্য পদার্থ নিষিদ্ধ পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।