ডিগবাজিতে ফের আলোচনায় জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
২৫ জুন ২০২৪, ১৭:০২
শেয়ার :
ডিগবাজিতে ফের আলোচনায় জায়েদ খান

একাধিক স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। ক’দিন আগেই তিনি অস্ট্রেলিয়ার বেশ ক’টি শোতে অংশ নিয়েছেন। বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে। সেখানেও দর্শক মাতিয়ে যাচ্ছেন এই চিত্রনায়ক। আর স্টেজে তো থাকছে তার ডিগবাজিও!

তবে এবার ডিগবাজি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জায়েদ খান। সদ্য প্রকাশিত একটি ভিডিতে দেখা যায়- দুবাইয়ের সাগর পাড়ে ডিগবাজি দিচ্ছেন জায়েদ। এ সময় কোমরে ব্যথা পান তিনি! যদিও এটা কোনো বিজ্ঞাপনী প্রচার, সেটা বুঝতে বাকি থাকে না। আর ভিডিওটি প্রকাশ করেছে গ্ল্যামআর্টস’র ফেসবুক পেজে।

ভিডিওতে কোমরে হাত বুলাতে বুলাতেই এই চিত্রনায়ককে বলতে শোনা যায়, ‘ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং।’

জায়েদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই ধামাকা একটি কাজ নিয়ে আসছেন জায়েদ। যেখানে তার সঙ্গে দেখা যাবে বলিউডের কোনো এক নায়িকাকে! তবে সেই কাজটি কী, কোনো পণ্যের বিজ্ঞাপন, নাকি স্টেজ শো; তা বলতে রাজি না সূত্রটি।

জানা গেছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে অংশ নেবেন জায়েদ খান। সেখানে তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার।