আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৫ জুন ২০২৪, ০৮:৩২
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে ঢাকাস্থ সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে বিদায়ী সাক্ষাৎ করবেন। ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে সকাল ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যেখানে ভারত সফরের রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় জাতির কাছে তুলে ধরবেন সরকারপ্রধান৷ এর পাশাপাশি, উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী৷

ফখরুলের সংবাদ সম্মেলন

বেলা সাড়ে ১২টা গুলশান চেয়ারপার্সন অফিসে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিবাদ সমাবেশ

শিক্ষা মন্ত্রাণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক/মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর পদে পিএসসি’র অধীনে চলমান নিয়োগ প্রক্রিয়ায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ও চূড়ান্ত ফলাফলের জটিলতা দূর করার দাবিতে প্রতিবাদ সমাবেশ।

স্থান: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকা। সময়: সকাল ১১টা।

এডিস মশার বিরুদ্ধে অভিযান

এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সকাল ১১টায় হাজারীবার্গ পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন।

হস্তশিল্প মেলা-২০২৪ উদ্বোধন

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দুপুর ১২টায় হস্তশিল্প মেলা-২০২৪ উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন ও এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম।