মাসুদুজ্জামানের আবৃত্তিসন্ধ্যা ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’

বিনোদন সময় প্রতিবেদক
২৫ জুন ২০২৪, ০০:০০
শেয়ার :
মাসুদুজ্জামানের আবৃত্তিসন্ধ্যা ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’

বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হলো আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামানের ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’। বিভিন্ন কবির বাছাই করা ২৭টি কবিতা শনিবার সন্ধ্যায় পরিবেশন করেন মাসুদুজ্জামান। আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে স্রোত আবৃত্তি সংসদ। মাসুদুজ্জামান বলেন, আমি কৃতজ্ঞ আমার দর্শক-শ্রোতার প্রতি। মিলনায়তনপূর্ণ দর্শক দেখতে যে কোনো আবৃত্তিশিল্পীর প্রাণ ভরে যায়। জানি না কতটুকু দিতে পেরেছি, তবে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আজ পেয়েছি, তা আমার ভবিষ্যৎ চর্চার পাথেয় হয়ে থাকবে। মাসুদুজ্জামান স্রোত আবৃত্তি সংসদের একজন জ্যেষ্ঠ সদস্য। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি আবৃত্তিচর্চায় যুক্ত আছেন। সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ দেশের গুণী আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিজনরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।