আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৪ জুন ২০২৪, ০৮:৩০
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী এবং বঙ্গেবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৩টায় সংসদে স্থাপিত ‘মুজিব ও স্বাধীনতা’র উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় সংসদ অধিবেশনে অংশ নেবেন শেখ হাসিনা। পরে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এই সভা শুরু হবে।

দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে দুপুর আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

বেলা ১১টায় শ্রম ভবনের সভাকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৯তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

পলকের কর্মসূচি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে এই বৈঠক শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কর্মসূচি

 সকাল ১০টায় সেগুনবাগিচা থেকে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের হবে। সন্ধ্যা ৭টায় রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসব কর্মসূচির সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মেয়র আতিকুলের কর্মসূচি

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ (সহযোগিতায় চীন দূতাবাস) করবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানছাও। আরও অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। বেলা পৌনে ১১টায় ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি শুরু হবে।

ওবায়দুল কাদেরের কর্মসূচি

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যা সাড়ে ৬টায় হাতিরঝিল এমফি থিয়েটারে এই অনুষ্ঠান হবে।