বিয়ে ভেঙে যাওয়ায় ‘আত্মহত্যা’ করলেন যুবক!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ২১:৫০
শেয়ার :
বিয়ে ভেঙে যাওয়ায় ‘আত্মহত্যা’ করলেন যুবক!

গাজীপুরের শ্রীপুরে শিপু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সিংঘারদিঘী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মাওনা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিপু ওই গ্রামের মো. সিরাজুল হকের ছেলে। 

মেম্বার মতিউর রহমান বলেন, ‘বাড়ির সবাই শিপুর বড় ভাই নিপুর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। শিপু একা বাড়িতে ছিল। দুপুর দুইটার দিকে নিপু বাড়ি ফিরে শিপুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ’

তিনি আরও বলেন, ‘ঈদের পর শিপুর বিয়ের কথা ছিল। কনে পক্ষ বিয়ে ভেঙে দেয়। প্রাথমিকভাবে আমরা মনে করছি, বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভে সে আত্মহত্যা করেছে। ’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর শিপুর বিয়ের হওয়ার কথার ছিল। এর আগেই কনে পক্ষ অজ্ঞাত কারণে বিয়ে ভেঙে দেয়। এতে শিপু মানসিকভাবে ভেঙে পড়ে। সম্ভবত সকাল সাড়ে ৯টার পর যেকোনো সময় তিনি ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। দুপুর দুইটার দিকে বড় ভাই নিপু বাড়ি এসে শিপুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, ‘স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে। ’