বোনের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ২০:৩১
শেয়ার :
বোনের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের বিরামপুরে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা জোতবাণী ইউনিয়নের হরিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই নুর ইসলাম বলেন, ‘আজ দুপুরের দিকে মোটরসাইকেল নিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল হারুনুর রশিদ। কেটরাহাট থেকে মোটরসাইকেল নিয়ে একইর মঙ্গলপুর যাওয়ার পথে হরিরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আসার আগেই হারুনুর রশিদ নামের একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথায় ও বুকে আঘাত লেগেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’