নতুনদের জন্য সাকিবের জায়গা ছেড়ে দেওয়া উচিত: শেবাগ
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচের পর দলের অভিজ্ঞ তারকা সাকিব আল হাসানের সমালোচনায় মেতেছিলেন ক্রিকেটমহলে ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত বীরেন্দর শেবাগ। এবার নিজ দেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পরও সাকিবের কঠোর সমালোচনা করলেন শেবাগ।
গতকাল ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। দলটির স্পিনার কুলদীপ যাদবের বলে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও ছক্কা মারতে চান বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে এবার আর বাউন্ডারিছাড়া করতে পারেননি। ধরা পড়েন রোহিত শর্মার হাতে।
সাকিবের এমন শটের সমালোচনা করে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘এত অভিজ্ঞতা সাকিবের। সেটার কোনো সদ্ব্যবহারই তো করছে না ও। নাকি ওর এসব বিষয়ে কিছু যায়-আসে না! নাকি ও ভাবছিল লক্ষ্য এতই বড় যে এখন একটি ছক্কা হাঁকাব, পরে বলে আবার ছক্কা হাঁকিয়েই যাব। এজন্যই আগের বার বলেছিলাম, দলে নতুন কাউকে যেন ও জায়গা ছেড়ে দেয়।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
বিস্ফোরক শেবাগ আরও বলেছেন, ‘আজকেই তো সাকিব আল হাসানের নিজেকে চেনানোর ম্যাচ ছিল। বড় দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। ক্রিজে ওর সঙ্গে শান্ত (নাজমুল হোসেন) ব্যাটিং করছিল। টিকে থেকে অধিনায়ককে সাহায্য করতে পারত ও। অন্তত ১৫-১৬ ওভার পর্যন্ত ওর ক্রিজে থাকা উচিত ছিল। কিন্তু মাত্র ১১ করেই আউট হতে গেল। এটা আমার বোধগম্য হলো না। সবাইকে হতাশ করেছে ও। এত অভিজ্ঞতা, সেটা কোনো কাজেই এল না।’
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর ক্রিকবাজেই সাকিবকে নিয়ে শেবাগ বলেছিলেন, ‘তাকে যদি দলে অভিজ্ঞ হিসেবে নেওয়া হয়, তবে আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না। তাকে অন্তত উইকেটে কিছুক্ষণ থাকতে হতো, এটা এমন না যে আপনি হেইডেন অথবা গিলক্রিস্ট যারা শর্ট বলে পুল শট খেলতে পারে। আপনি বাংলাদেশের একজন ক্রিকেটার। নিজের মান অনুযায়ী খেলুন। আপনি যখন হুক বা পুল খেলতে পারেন না, তখন আপনি যেটা পারেন সেটাই খেলুন।’